fbpx

রোহিঙ্গা প্রত্যাবাসনে সাথে থাকবে ফ্রান্স

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্বনেতৃবৃন্দের মধ্যে ফ্রান্স জোরালোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সব জায়গাতেই আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে। তখন এ ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফ্রান্সের প্রেসিডেন্ট সিরিয়াসলি আমাদের সাথে থাকার কথা জানিয়েছেন এবং জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে সর্বোচ্চ চেষ্টা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।‘

রোহিঙ্গা প্রত্যাবাসনে সাথে থাকবে ফ্রান্স

প্যারিসের এলিজি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। ছবি: পিএমও

আসিয়ান নেতারা মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করে রোহিঙ্গা সমস্যার সমাধান করার পরামর্শ দিচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু সংস্থার মাঝে ইদানিং একটা পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন, আসিয়ান বলছে তোমরা দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান কর। আমরা ফ্রান্সকে অনুরোধ করলাম, তারা যেনো এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যান। এই বিষয়ে সহযোগীতার কথাও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ বিভিন্নভাবে চেষ্টা করছে। দ্বিপক্ষীয় চেষ্টা করছি, ত্রিপক্ষীয় চেষ্টা করছি, বহুপক্ষীয় ফোরামে চেষ্টা করা হচ্ছে। এই সমস্যাটা মিয়ানমার তৈরি করেছে, তাই সমাধানও মিয়ানমারকেই করতে হবে।‘

Advertisement
Share.

Leave A Reply