fbpx

রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়েছে পাঁচশ’ ঘর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লেগে পাঁচশ’রও বেশি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। এতে কেউ নিহত হবার খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভানোর চেষ্টার সময় কয়েকজন আহত হয়েছেন।

রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়েছে পাঁচশ’ ঘর

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পাঁচশ’রও বেশি ঘর পুড়ে ছাই। ছবি: সংগৃহীত

বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে আকস্মিকভাবে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসের দু’টি দল ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়েছে পাঁচশ’ ঘর

ফায়ার সার্ভিসের দু’টি দল ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার নির্দিষ্ট কোন কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস বা লাকড়ির চুলা অথবা সিগারেট থেকে এ আগুন লাগতে পারে।

স্থানীয় কমিশন কার্যালয় থেকে জানা গেছে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাময়িকভাবে খাবারের পাশাপাশি লার্নিং সেন্টারে থাকার সুবিধা দেয়া হচ্ছে। পরবর্তীতে অন্য কোন জায়গায় তাদেরকে স্থানান্তর করা হবে।

Advertisement
Share.

Leave A Reply