fbpx

লকডাউনের মেয়াদ বাড়বে কি না সিদ্ধান্ত ৮ এপ্রিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, সে বিষয়ে আগামী ৮ এপ্রিল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

৫ এপ্রিল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সোমবার ৫ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী সাত দিনের লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেখি আমরা সাত দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। মানুষকে তো কো-অপারেট করতে হবে। আপনারা তো বলছেন…সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।’

Advertisement
Share.

Leave A Reply