fbpx

লকডাউনের মেয়াদ বাড়লো আরও একমাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ১৫ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো চলমান বিধিনিষেধের মেয়াদ। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৬ জুন রাত ১২ টা থেকে ১৫ জুলাই রাত ১২ টা পর্যন্ত বহাল থাকবে পূর্বের সব বিধিনিষেধ। আগের ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাতে শেষ হতে যাচ্ছে চলমান বিধিনিষেধের মেয়াদ।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানানো হয়েছে।

পূর্বের সব বিধিনিষেধের সাথে নতুন শর্ত যুক্ত করা হয়েছে এবারের প্রজ্ঞাপনে। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকরসহ নিতে পারবেন যেকোনো ব্যবস্থা।

করোনা মহামারী সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ই এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়েছে লকডাউনের বিধিনিষেধের মেয়াদ।

Advertisement
Share.

Leave A Reply