fbpx

লকডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাবে র‍্যাব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। যেন কোনো অসাধু চক্র এই লকডাউনের সুবিধা নিতে না পারে, সেজন্য কড়া নজরদারির পাশাপাশি  বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

৩ এপ্রিল শনিবার র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘লকডাউনের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থানে মাঠে থাকবে র‍্যাব।

কোনো অসাধু ব্যক্তি বা চক্র এ পরিস্থিতিকে পুঁজি করে যেন কোনো ধরনের অবৈধ কাজ করতে না পারে, তা নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান তিনি।

এছাড়া করোনার জন্য থাকছে র‍্যাবের তৈরি লিফলেট বিতরণ, র‍্যাবের টহল দল,পথচারী সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ। লকডাউনে মাঠপর্যায়ে জনগণকে সচেতন করতে মাঠে থেকে কাজ করবে র‍্যাব। সরকারি সকল নির্দেশনা পালন করা হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

শুধু রাজধানীতেই নয় সারাদেশে থাকবে র‍্যাবের পেট্রোল ও টহল টিম। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ  করবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply