fbpx

লকডাউনে চলবে শেয়ারবাজারে লেনদেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী লকডাউনে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলে জানায় সংস্থাটি।

বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংকে লেনদেন সচল থাকলে শেয়ারবাজারেও লেনদেন অব্যাহত থাকবে। এ সিদ্ধান্ত আমরা আগেই নিয়ে রেখেছি।’

তাই লকডাউনে শেয়ারবাজারের লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে লকডাউন গুজবে শেয়ারবাজারের পতন থামাতে গত ২২ মার্চ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসইসি।

সেখানে বলা হয়েছিল, করোনাকালসহ যেকোনো সময় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারের লেনদেনও অব্যাহত থাকবে। তাই এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানায় নিয়ন্ত্রক সংস্থা।

এই বিজ্ঞপ্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জোর দিয়ে বলেন, ব্রোকারেজ হাউসগুলো যাতে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন কার্যক্রম পরিচালনা করে, সে জন্য স্টক এক্সচেঞ্জ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply