fbpx

লকডাউনে দরিদ্রদের সহায়তায় ৬৪ জেলায় ২৩ কোটি টাকা বরাদ্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলমান লকডাউনে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিতে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার (২৮ জুন) মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ৬৪ জেলার অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ডিসি বরাদ্দ পাওয়া অর্থ ইউনিয়ন পর্যায়ে উপ-বরাদ্দ দেবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এই বরাদ্দ থেকে চাল-ডাল-তেল-লবণ আলুর মত পণ্য খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে।

সারাদেশে করোনাভাইরাসের বিস্তাররোধে সোমবার থেকে লকডাউনের বিধিনিষেধ শুরু হয়েছে। তিন দিনের এই সীমিত লকডাউনে বৃহস্পতিবার পর্যন্ত এই বিধিনিষেধের মধ্যে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র খুলবে না। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ শুধু খাবার বিক্রি করতে পারবে।

আর আগামী ১ জুলাই থেকে শুরু হবে কঠোর লকডাউন। তখন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে কেউ বের হতে পারবে না বলেও জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply