fbpx

লকডাউনে বন্ধ থাকবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা বিস্তাররোধে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে লকডাউন। এই সময়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। রবিবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে মাউশি।

সেখানে এই আদেশ বাস্তবায়ন করতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

চলতি বছর ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করার জন্যই এই কার্যক্রম শুরু হয়। তবে সরকারের নিষেধাজ্ঞায় এটি স্থগিত হয়ে গেল।

মাউশির আগের নির্দেশনায় বলা হয়েছিল, সপ্তাহ শুরুর দুদিন আগে মাউশির ওয়েবসাইটে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া এবং গ্রহণ করতে বলা হয় স্কুলগুলোকে।

Advertisement
Share.

Leave A Reply