fbpx

‘লকডাউন আমরা করতে পারব না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। সবাই টিকা নেবেন। লকডাউন আমরা করতে পারব না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্ট্রাপ্রেনিউরস বাংলাদেশ আয়োজিত নার্সদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুহার বেড়ে গেছে। সংক্রমণ বেড়েছে। তবে করোনা এখনো নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষ এখনও ভালো আছে। কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কেউই ভালো থাকবে না।
তিনি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।
সম্প্রতি দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতর ১২টি পরামর্শ দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের অর্থনীতি ভালো থাকুক। করোনা যাতে বৃদ্ধি না পায়, তা–ও চাই। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।
মন্ত্রী আরও বলেন, গত ১৫ দিনে অন্তত ২০ লাখ লোক কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে ঘুরেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক ছাড়া বিয়ে–শাদিতে ঘুরে বেড়াচ্ছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখনও বেড়ানোর সময় হয়নি। আরেকটু ধৈর্য ধরুন। বেঁচে থাকলে সবাই বেড়াতে পারবেন।
Advertisement
Share.

Leave A Reply