fbpx

লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৮ জুন সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারির ঘোষণা দিয়েছে সরকার। এবারের লকডাউনকে বাস্তবায়ন করতে মাঠে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার (২৫ জুন) রাতে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘কালকে আমরা এ বিষয়ে (কঠোর লকডাউন) প্রজ্ঞাপন দেব। ২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। পরে প্রয়োজনে আরও বাড়ানো হবে। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনী মোতায়েন থাকবে।’
কঠোর বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। অফিস বন্ধ থাকবে। ৩০ জুন বাজেট পাসের বিষয় আছে, এ সংক্রান্ত যে কার্যক্রম আছে, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) রিলেটেড, হিসাব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে। এছাড়া সব বন্ধ থাকবে।’
একইসঙ্গে জরুরি সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
Advertisement
Share.

Leave A Reply