fbpx

লকডাউন বাড়ল আরও ১০ দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও ১০ দিন বাড়ল লকডাউনের বিধিনিষেধ। আগামী ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত সারাদেশে লকডাউনের সব বিধিনিষেধ বজায় থাকবে।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে চলমান বিধিনিষেধ বৃদ্ধি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ পূর্বের সকল বিধিনিষেধের মেয়াদ ৬ই জুন মধ্যরাত থেকে ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে সব ধরনের পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।‘

জনসমাগম হয় এরকম কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, পিকনিক পার্টি, রাজনৈতিক সমাবেশ বা ধর্মীয় আচার বন্ধ রাখতে হবে।

এর আগে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন রবিবার রাত ১২টায় শেষ হবে।

বর্ধিত লকডাউনেও বজায় থাকবে আগের সব বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করা, হোটেলে বসে খাবার না খাওয়া ও জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও খোলা থাকবে আগের নিয়মে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী ১২ই জুন পর্যন্ত।

Advertisement
Share.

Leave A Reply