fbpx

লকডাউন শিথিলের এক সপ্তাহের মধ্যেই ৪১তম বিসিএসের ফল প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদের পর লকডাউন শিথিল করা হলে এক সপ্তাহের মধ্যেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শুক্রবার (১৬ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। বলেন, ‘ফল প্রকাশের কাজ যখন শেষ পর্যায়ে, তখনই লকডাউনের সিদ্ধান্ত আসে। তাই ফল প্রকাশ পিছিয়ে গেছে। তবে ঈদের পর লকডাউন শিথিল করা হলে ৫-৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।’

আমরা ফল প্রকাশের একটি তারিখ নির্ধারণ করেছিলাম। সে অনুযায়ী আমাদের সব কাজ দ্রুত শেষ করা হচ্ছিল। তবে কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই দেশে লকডাউন ঘোষণা করা হলে ৪১তম বিসিএস প্রিলির ফল বাধাগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯ মার্চ রাজধানীসহ দেশের আটটি বিভাগীয় শহরের ৩৫৯টি কেন্দ্রে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।৪১তম বিসিএসে ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন তিন লাখ চার হাজার ৯০৭ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন।

Advertisement
Share.

Leave A Reply