fbpx

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে লঞ্চের ভাড়াও, প্রতি কিলোমিটার ৬০ পয়সা লঞ্চের ভাড়া বাড়িয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমান। এতে বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

লঞ্চে জনপ্রতি সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এছাড়া প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই নির্ধারিত নতুন ভাড়া ৮ নভেম্বর (সোমবার) থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply