fbpx

লন্ডনের উদ্দেশ্যে গ্লাসগো ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে স্কটল্যান্ড থেকে লন্ডনের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৩ নভেম্বর) স্থানীয় সময় অপরাহ্নে লন্ডনের উদ্দেশ্যে তিনি গ্লাসগো ছেড়ে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাতীয় সংবাদমাধ্যম বাসস’কে জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) আজ বুধবার বেলা ১২টা ৫০ মিনিটে লন্ডনের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি (স্থানীয় সময়) বুধবার বেলা ১টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে, গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবন্দের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছান।

Advertisement
Share.

Leave A Reply