fbpx

লাগামহীন কিশোর গ্যাং, মাসে খুন ১৫-২০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানী জুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত আবারো বেড়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।

১৫ ফেব্রুয়ারি সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

তিনি বলেন, শুধু ঢাকা শহরেই প্রতি মাসে ১৫-২০ টি খুন হচ্ছে। কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে পুলিশ তৎপর রয়েছে। তবুও  দুই মাসে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে গেছে।

সম্প্রতি কদমতলী ও মুগদায় এমন দুটি খুনের ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। মুগদার মান্ডায় ‘সালাম’ না দেওয়াকে কেন্দ্র করে হাসান (১৭) নামের একজকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত ৭ জনের সবাই কিশোর বয়সের। তাদের মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে ৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ভিক্টিম ও আসামি সবাই মুগদা এলাকায় ব্যান্ডেজ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য।

যুগ্ম কমিশনার মাহবুব আরো জানান, করোনাকালে কিশোর গ্যাংয়ের কার্যক্রম কিছুটা কম থাকলেও সম্প্রতি আবারো তাদের বিরুদ্ধে নানা রকম বিরোধের খবর পাওয়া যাচ্ছে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা মূলত নিম্নবিত্ত পরিবারের সদস্য।

১০ ফেব্রুয়ারি রাতে কদমতলী এলাকার পূর্ব জুরাইন কলেজ রোডে জাকির হোসেন (৫২) খুনের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য বলেও জানায় ডিবি অফিস।

Advertisement
Share.

Leave A Reply