fbpx

লিটারে ৫ টাকা কমলো ডিজেল-পেট্রল-অকটেনের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় প্রতিমন্ত্রী জানান, ‘আজ রাত ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

লিটারে ৫ টাকা কমায় ডিজেল ও কেরোসিনের নতুন নির্ধারিত মূল্য হবে ১০৯ টাকা, পেট্রল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।

গতকাল জ্বালানি তেলের আমদানি শুল্ক ৩৪ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৭৫ শতাংশ করার পর আজ তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার।

এর আগে, গত ৫ আগস্ট দিবাগত মধ্যরাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ৫১ দশমিক ১ শতাংশ ও ৫১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি করে সরকার।

এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, পেট্রল ৪৪ টাকা ও অকটেন ৪৬ টাকা বেড়ে যায়।

Advertisement
Share.

Leave A Reply