fbpx

লিভারপুলকে টপকে শীর্ষে ইউনাইটেড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পগবার একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে, ইংলিশ লিগ টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর এই প্রথমবার পয়েন্ট টেবিলের মাথায় উঠতে পারলো ম্যানচেস্টার। ১৭ ম্যাচে ইউনাইটেডের সংগ্রহ ৩৬, সমানে ম্যাচে ৩ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল।

গোল একটা পেলেও প্রায় পুরো ম্যাচেই ছিলো ইউনাইটেডের দাপট। বল দখলে রাখা, পাসের সংখ্যা, পাসিং অ্যাকুরিসি কিংবা গোলে শট; সব পরিসংখ্যানেই বার্নলিকে পেছনে ফেলেছে ম্যানচেস্টার। ডিফেন্সও ছিলো আঁটসাট, যে কারণে গোলবারে প্রথম শট নিতে বার্নলির অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত। যদিও শেষ দিকে গোটা তিনেক সুযোগ নষ্ট করেছে বার্নলি। ৭১ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের ক্রসে পারফেক্ট ভলিতে ম্যাচের ভাগ্য নিশ্চিত করেছেন পল পগবা। লিগে শেষ ১৪ ম্যাচে এই নিয়ে ৫ আ্যাসিস্ট করলেন রাশফোর্ড, সাথে ৬ গোল।

আগামী রোববার লিগ ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে গত তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে লিভারপুল। তারপরও, ইংলিশ লিগের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আলাদা নজর তো থাকতেই হবে!

Advertisement
Share.

Leave A Reply