fbpx

লোকাল ক্রিকেটারদের কমনসেন্স আছে কি না সন্দেহ: সালাউদ্দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের কমনসেন্স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে কতটা চিন্তা করে তা নিয়ে তুলেছেন প্রশ্ন।

লোকালদের কাছ থেকে আমি সিম্পল কমনসেন্স চাই। তাদের যেন কমনসেন্স থাকে” শনিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা স্থানীয় ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন করলে লোকাল ক্রিকাটারদের নিয়ে এমন মন্তব্য করেন কোচ সালাউদ্দিন।

তাদের কমনসেন্স আছে কি না সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলেনতাহলে আপনার জানা উচিত আপনাকে কি করতে হবে। সেই কমনসেন্স যদি আপনার না থাকে তাহলে… আসলে আমি মাঝেমাঝে খুবই হতাশ হই। আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না এটা নিয়ে আমার সন্দিহান” বলছিলেন সালাউদ্দিন

কথা বলেছেন টিটোয়েন্টি খেলোয়াড়দের নিয়ে। টিটোয়েন্টিতে যে আমাদের বেশি নির্ভরযোগ্য খেলোয়াড় নেই সেটাও বলেছেন।

টিটোয়েন্টিতে আমাদের খুব বেশি নির্ভরযোগ্য খেলোয়াড় নেই। যেদিন প্রশ্ন কমন পড়ে ভালো খেলে। এছাড়া সবাই উনিশবিশ।” 

Advertisement
Share.

Leave A Reply