fbpx

‘লো স্কোরিং’ ম্যাচে নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ‘লো স্কোরিং’ ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে নেদারল্যান্ডস। আরব আমিরাতের দেয়া ১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কঠিন অবস্থার সৃষ্টি করে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে এক বল হাতে রেখে জয়ের দেখা পায় ডাচরা।

টসে জিতে ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায় আরব আমিরাত। নেদারল্যান্ডসের বোলিং তোপে ২২ গজে আমিরাতের ব্যাটাররা বেশি সময় টিকে থাকতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে আরব আমিরাত। দলের হয়ে ৪৭ বলে ৪১ রানের সেরা ইনিংসটি খেলেন মুহাম্মদ ওয়াসিম। অন্যদিকে নেদারল্যান্ডসের হয়ে সবোর্চ্চ তিন উইকেট তুলে নেন ব্যাস ডি লীড।

‘লো স্কোরিং’ ম্যাচে নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস

জবাবে ১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। পাওয়ার প্লেতেই হারায় দুই ওপেনারকে। এতে সহজ ম্যাচ অনেকটা কঠিন হয়ে পড়ে ডাচদের জন্য। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পর জয় যেন অনেকটা হাতছাড়া হয়ে যাচ্ছিলো নেদারল্যান্ডসের। কিন্তু শেষমেশ ধীর স্থির আর ঠান্ডা মেজাজের খেলা ম্যাচের পরিস্থিতি বদলে দেয়।

নির্ধারিত ২০ ওভারের আগে এক বল ও তিন উইকেট হাতে রেখে জয় তুলে বিশ্বকাপ মিশন শুরু করে দলটি। দলের হয়ে ১৮ বলে ২৩ রানের সেরা ইনিংসটি খেলেন উদ্বোধনী ব্যাটার ম্যাক্স ও’ডউট। অন্যদিকে আরব আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিকী তুলে নেন তিন উইকেট। ম্যচে চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট সংগ্রাহক নেদারল্যান্ডসের বোলার ব্যাস ডি লীড অর্জন করেন ম্যাচসেরার পুরষ্কারটি।

Advertisement
Share.

Leave A Reply