fbpx

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছর অক্টোবরে দুই ধাপ পিছিয়ে পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৮ তম। গত বছর জুলাইয়ে এ তালিকার ১০৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই সুচকে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন থেকে আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারবেন।

গত বছরের তালিকা অনুযায়ী  বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন

জানা যায়, এক যুগের  বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। আর প্রতি বছরই এটি হালনাগাদ করা হয়।

কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। এবারের তালিকায় মোট ১১৬টি ক্রমিকের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮তম। তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে কসোভো ও লিবিয়া।

সুচকে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্তভাবে যে ৪০টি গন্তব্যে যেতে পারে তার— ১৫টি আফ্রিকায়, ৯টি ক্যারিবীয় দেশে, ৫টি ওশেনিয়ায় (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাদে), ৬টি এশিয়ায় এবং ১টি দক্ষিণ আমেরিকায়।

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসামুক্তভাবে কোনও ইউরোপীয় দেশে যাওয়া সম্ভব নয়।

Advertisement
Share.

Leave A Reply