fbpx

শক্তিশালী পোর্টেবল ‘মাইফাই রাউটার’ নিয়ে এলো বাংলালিংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শক্তিশালী পোর্টেবল ‘মাইফাই রাউটার’ নিয়ে এসেছে বাংলালিংক। এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী স্বাচ্ছ্যন্দের সাথে বাংলালিংক-এর দ্রুততম ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রাউটারটির সাথে গ্রাহকরা পাবেন ৭ জিবি ফ্রি ডেটা। ঢাকায় বাংলালিংক-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত এই ঘোষণা দেন।

আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য এই রাউটারে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। একাধিক ব্যবহারকারীকে বাইরের পরিবেশে সহজে ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপযোগী হবে। যেকোনো বাংলালিংক সেন্টার বা বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা দুই বছরের ওয়ারেন্টিযুক্ত ‘মাইফাই রাউটার’ সংগ্রহ করতে পারবেন। রাউটারটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবপেজে: https://www.banglalink.net/en/prepaid/others/banglalink-brings-powerful-portable-router

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, “বাংলালিংক-কে একটি ডিজিটাল অপারেটরে রূপান্তরিত করার লক্ষ্য বাস্তবায়নে আমরা বিভিন্ন ডিজিটাল পণ্য নিয়ে আসছি। গ্রাহকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য এবার আমরা বেশি পাওয়ার ব্যাকআপ ও দুই বছরের ওয়ারেন্টিসহ ‘মাইফাই রাউটার’ নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, এটি ডিজিটাল জীবনযাত্রায় অভ্যস্ত গ্রাহকদেরকে আমাদের দ্রুততম ফোরজি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সেরা অভিজ্ঞতা দেবে।”

বাংলালিংক অভিনব ডিজিটাল সেবা নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে যাবে।

Advertisement
Share.

Leave A Reply