fbpx

শনিবার থেকে বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওমিক্রনের প্রভাব ঠেকাতে আগামী শনিবার থেকে সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বুধবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্নাতক পর্যায়ের পাঠদান অনলাইনে চলবে।

তবে এখন পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সকল লেভেল বা টার্মের শিক্ষার্থীদের থিওরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় খোলার তিন মাসের মধ্যে আবার সশরীরে ক্লাশ বন্ধ করলো বুয়েট প্রশাসন।

সারাদেশে আবার করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, প্রায় দেয় বছরের বেশি বন্ধ থাকার পর গত ১৩ নভেম্বর বুয়েটে সরাসরি ক্লাস শুরু হয়। আর ১০ নভেম্বর হলগুলো খুলে দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply