fbpx

শনিবার থেকে সিট ফাঁকা রেখে বাস চললেও বাড়ছে না ভাড়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী শনিবার থেকে বাস চলাচল করলেও ভাড়া বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

বুধবার বনানীতে বাংলাদেশ বিআরটিএর প্রধান কার্যালয়ে পরিবহন মালিক–শ্রমিক নেতাদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এই সিদ্ধান্তের কথা জানান। তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান বলেন, যত আসন তত যাত্রী পরিবহন করার দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি বিবেচনার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বিষয়টি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া সারা দেশে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি সবাইকে মাস পরা ও টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply