fbpx

শপথ গ্রহণ করলেন জায়েদ খান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনেক জল ঘোলা শেষে শুক্রবার(৪ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটে এফডিসিতে শপথ নিলেন জায়েদ খান। তাকে  শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ডিপজল, অরুনা বিশ্বাসসহ জায়েদ খান প্যানেলের আরও অনেকে।

সাধারণ সম্পাদকের পদটির জন্য উচ্চ আদালত পর্যন্ত যান দুই প্রতিদ্বন্দ্বী জায়েদ খান ও নিপুণ। কয়েক দফা শুনানির পর বুধবার (০২ মার্চ) জায়েদ খানের পক্ষে যায় হাইকোর্ট রায়।

এর আগে উচ্চ আদালতের রায়ে জায়েদ খান সাধারণ সম্পাদকের পদ ফিরে পান। ফিরে এফডিসিতে এলেও সমিতির কার্যালয় তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। বিষয়টি নিয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ক্ষোভ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

বৈঠকে শেষে জা‌য়ে‌দের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে নিপুণ‌কে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন বোর্ডের প্রধান ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। এর পরদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের বিজয়ীরা শপথ গ্রহণ করেন।

Advertisement
Share.

Leave A Reply