fbpx

শহীদজায়া বেগম মুশতারী শফী মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা শহীদজায়া বেগম মুশতারী শফী মারা গেছেন। ২০ ডিসেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মুশতারী শফী কিডনি, রক্তে সংক্রমণসহ আরও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী। তিনি ২০২০ সালে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত হন। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে শহীদজায়া মুশতারী শফীকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। মুক্তিযুদ্ধ চলাকালে ৭ এপ্রিল তাঁর স্বামী চিকিৎসক মোহাম্মদ শফী ও ছোট ভাই এহসানুল হক আনসারীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী

মশতারী শফী চট্টগ্রামে নারীর অধিকার আদায় ও সুরক্ষার জন্য কাজ করেছেন দীর্ঘদিন ধরে। এছাড়া বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের একজন অন্যতম সংগঠক তিনি। মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’ ‘চিঠি জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ মুশতারী শফীর উল্লেখযোগ্য রচনা।

মুশতারী শফীর ১৯৩৮ সালে ফরিদপুরে জন্মগ্রহন করেন ।

Advertisement
Share.

Leave A Reply