fbpx

শহীদ মিনারে ফুল দিতে হবে স্বাস্থ্যবিধি মেনে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর একুশে ফেব্রুয়ারির দিন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হবে স্বাস্থ্যবিধি মেনে, বাধ্যতামূলক পরতে হবে মাস্ক, এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছে সরকার।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জানুয়ারির ১৮ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় প্রতিমন্ত্রী কে এম খালিদ এ সিদ্ধান্ত জানান।

সভায় জানানো হয়, প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন শহীদ মিনারে ফুল দিতে পারবেন।

রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন আগের নিয়মে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, বর্তমানের করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement
Share.

Leave A Reply