fbpx

শাটডাউনে প্রস্তুত সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের চলমান পরিস্থিতি সমাল দিতে দেশের কয়েকটি জেলায় চলছে স্থানীয় পর্যায়ে লকডাউন। কিন্তু এরই মধ্যে বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্ত, তাই গতকাল সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে একটানা ১৪ দিনের ‘সম্পূর্ণ শাটডাউন’ দেওয়ায় বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনায় নেবে এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

২৪ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ দিনের শাটডাউন চেয়ে বিবৃতি দেওয়ার পর, রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ‘কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ সক্রিয় বিবেচনায় নেব। সংক্রমণ কমানোর জন্য পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন সেটাই করা হবে।’ যে কোন সময় শাটডাউনের ঘোষণা আসতে পারে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দিয়েছে তাদের বিবৃতিতে।

এর আগে বুধবার রাতে অনুষ্ঠিত ৩৮তম সভায় এই বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির

Advertisement
Share.

Leave A Reply