fbpx

শান্তকে নিয়ে সমালোচনার ঝড়ে অবাক সুজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের বিশ্বকাপ পর্ব ইতোমধ্যেই শেষ। ভারত-পাকিস্তানের সাথে হার, বিতর্কিত আম্পায়ারিং শেষটা ভালোভাবে রাঙাতেও পারেনি টিম বাংলাদেশ। তার উপর চলছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

শান্তকে নিয়ে সমালোচনার ঝড়ে অবাক সুজন

অস্ট্রেলিয়া ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন

তবে এটাই সত্য যে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারের তালিকায় শীর্ষে আছেন নাজমুল শান্ত, ৫ ম্যাচে ২ ফিফটিসহ করেছেন ১৮০ রান। তাই সোমবার অ্যাডিলেড ছাড়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তকে নিয়ে কথা বলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, “বিষয়টা দেখে আমি খুবই হতবাক যে শান্তকে নিয়ে এত সমালোচনা। এটা ওর প্রতি একটা অবিচার। ওকে সুযোগ নির্বাচকেরাই দিয়েছে, বোর্ড থেকে আমরা দিয়েছি, এখানে ওর তো কোনো দোষ নেই। যদি কাউকে দোষী করা হয়, সেটা টিম ম্যানেজমেন্টকেই করা উচিত। এত এত সমালোচনার পরেও ও পারফর্ম করেছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হবে শান্ত।”

সুজন যোগ করেন, “যেকোনো বিদেশি কোচই শান্তকে দলে নিতে আগ্রহী থাকে। নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে যা দেখেই ওকে নিতে চায় সবাই।”

Advertisement
Share.

Leave A Reply