fbpx

শান্ত মুসাফিরের কবিতা ‘অভিমান’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সন্ধ্যা বেলার পাখির মত,
কত কথা ছিলো বলার
তুমি হঠাৎ রাতের আকাশ,
নিশ্চুপ গাঢ় অন্ধকার ।

আমার চোখে দেখতে যদি
তোমার নিজের অনুচিন্তন,
অনেক যত্নে অর্পিত মোর
শত শ্রদ্ধার অনুরণন।

অবহেলার মেঘে মেঘে
রাগ-অনুরাগের যুদ্ধ ,
নির্মল বাতাসেও আজ
লাগে বড়ো শ্বাসরুদ্ধ।

এ অভিমানের শেষ কোথায়
খুঁজতে গিয়ে মন
তোমার মায়া মুখখানা
ভেসে ওঠে তখন।

 

Advertisement
Share.

Leave A Reply