fbpx

শারীরিক উপস্থিতিতে চলবে হাইকোর্টের বিচার কাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে আসায়, শারীরিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টের কার্যক্রম পরিচালনা করা যাবে বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রবিবারের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘হাইকোর্ট বিভাগের যে সকল বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক, সে সকল বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারেন।‘

আগস্টে লকডাউন তুলে নেওয়ার পরে নিম্ন আদালতে শারীরিক উপস্থিতিতে শুরু হলেও হাইকোর্ট বেঞ্চ ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করে আসছিল। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পরপরই শারীরিক উপস্থিতিতে হাইকোর্টের কার্যক্রম চালানোর ঘোষণা আসে।

Advertisement
Share.

Leave A Reply