fbpx

চড় মারার অপরাধে শাস্তি পেতে যাচ্ছেন উইল স্মিথ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হলিউডের ডলবি থিয়েটারের অস্কার মঞ্চে অভিনেতা উইল স্মিথ সঞ্চালক ক্রিস রককে চড় মারেন। এর পরই বিশ্বজুড়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠে। কেও নিয়েছেন উইলের পক্ষ, কারও কন্ঠে আবার রকের জন্য সমবেদনা।

কিন্তু আপনি কি জানেন, ক্রিসকে চড় মারার অপরাধে উইল স্মিথের শাস্তি হতে পারে? হ্যা, অস্কার আয়োজক প্রতিষ্ঠান দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমটাই জানিয়েছে বিবিসি। এমনকি উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এরইমধ্যে।

ক্রিসকে চড় মারার পর উইলকে অনুষ্ঠানস্থল ছাড়তে বলা হয়, কিন্তু তিনি তা অমান্য করেন। সবকিছু মিলিয়ে বেশ গ্যাঁড়াকলেই পড়তে যাচ্ছেন ‘পারসুইট অফ হ্যাপিনেস খ্যাত অভিনেতা।

আচরণবিধি লঙ্ঘন বা হয়রানিমূলক আচরণের প্রেক্ষিতে ১৮ এপ্রিল বসতে যাচ্ছে একাডেমিক বোর্ড সভা। উইলের বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড সে বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। উইল স্মিথকে সাময়িক বহিষ্কার, সদস্যপদ বাতিল বা তার বিরুদ্ধে যেকোনো প্রকার নিষেধাজ্ঞা আনা হতে পারে।

রবিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক পর্যায়ে উইলের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করেছিলেন ক্রিস রক।  অ্যালোপেসিয়া রোগে পিঙ্কেটের চুল ঝরে পড়েছিল। তাকে ‘জিআই জেন’ ছবির অভিনেত্রীর সাথে তুলনা করেন রক। বিষয়টি মেনে নিতে পারেননি স্মিথ। আর এ কারণেই মঞ্চে উঠে রককে মারেন কষে এক চড়। যদিও এই ঘটনার জন্য পরে উইল দুঃখপ্রকাশ করেন।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/662410868174981

Advertisement
Share.

Leave A Reply