fbpx

শাহ আমানত থেকে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।  এ সময় কাউকে আটক করা যায়নি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবুধাবির ফ্লাইট থেকে এই স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংশ্লিষ্ট অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটের দু’টি আসনের নিচ থেকে স্বর্ণের এই বারগুলো উদ্ধার করা হয়। ফ্লাইটটি আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা। ফ্লাইটটিতে স্বর্ণ চোরাচালান হতে পারে এ বিষয়ে পূর্ব তথ্য অনুযায়ী গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন চট্টগ্রাম বিমানবন্দরে বলে উল্লেখ করা হয়েছে ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply