fbpx

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন তার ওপর অর্পিত ৩টি পদ থেকে পদত্যাগ করেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন।

পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল।

এদিকে, শিক্ষক ফারহানা ইয়াসমিন চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ বা পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তবে, তারা ৪ দফা থেকে সরে এসে এখন এক দফা আন্দোলনের ডাক দিয়েছেন। অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষক ফারহানা ইয়াসমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Advertisement
Share.

Leave A Reply