fbpx

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে: ঢাবি উপাচার্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জীবনঘনিষ্ঠ ও কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব আয়োজিত দু’দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উপাচার্য বিভিন্ন চাকুরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। ‘ক্যারিয়ার ফেস্ট’ আয়োজনের জন্য সংশ্লিস্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এই উদ্যোগ চাকুরিপ্রার্থী ও চাকুরিদাতাদের মধ্যে একটি যোগসূত্র রচনা করবে।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশের ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে।

Advertisement
Share.

Leave A Reply