fbpx

শিগগিরই ঢাকা-শিলিগুড়ি রুটে চলবে ট্রেন: শ্রিংলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিগগিরই ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালু হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। রবিবার (২২ নভেম্বর) দার্জিলিং এ একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ঢাকা ও শিলিগুড়ির মধ্যে রেল পরিসেবা চালুর চেষ্টা করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণাও করা হবে।’

তিনি আরও বলেন, ‘দ্রুত এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত যে রেল চলাচল শুরু হয়েছে, তার ফলে এই নতুন রুটের কাজে আরও সুবিধা হবে। উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করা অত্যন্ত জরুরি। এর ফলে পণ্য পরিবহনে অনেক নতুন সুযোগ তৈরি হবে। প্রাথমিকভাবে ফ্রেট ট্রেন হিসেবে এই পরিসেবা চালু হলেও আগামী দিনে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু করা হবে।’

ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আরও ট্রেন চালু করা হবে উল্লেখ করে  শ্রিংলা বলেন, ‘আপাতত দুই দেশের মধ্যে ঢাকা থেকে কলকাতা এবং খুলনা থেকে কলকাতা পর্যন্ত দুটি ট্রেন চলে। ঢাকা ও শিলিগুড়ির মধ্যে সরাসরি রেল চালু হলে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এছাড়াও বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে এই নতুন রুটের ট্রেন।’

Advertisement
Share.

Leave A Reply