fbpx

শিগগিরই মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কঠিন : জাপানের রাষ্ট্রদূত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনের পরিবেশ নিরাপদ নয়, সেনা অভ্যুত্থানের কারণে শিগগিরই সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন বলে মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

নাওকি ইতো বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে। তা না হলে মিয়ানমারে রোহিঙ্গা পুনর্বাসন সফল হবে না।’

এসময় ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর সফল হবে বলেও আশা প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত।

বাংলাদেশকে জাপানের কোভ্যাক্স দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশে আরও টিকা (কোভ্যাক্সে) পাঠানো হবে। জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকারের ৩০ লাখ টিকা উপহার দিয়েছে জাপান সরকার।’

আগামীতে সন্ত্রাসবাদ দমনে সহায়ক নানা ধরনের সামগ্রী উপহার হিসেবে পাঠানোর পাশাপাশি বাংলাদেশের হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কোস্টগার্ডকে টহল জাহাজ উপহার পাঠানোর কথাও জানান জাপানের রাষ্ট্রদূত।

Advertisement
Share.

Leave A Reply