fbpx

শিথিল বিধিনিষেধেও বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র, রিসোর্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল ১৫ জুলাই থেকে আট দিনের জন্য শিথিল হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। এর মাঝে সব কিছু স্বাভাবিকভাবে চললেও কিছু জায়গায় বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছে সরকার। বুধবার এক বিররণীতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, এই আট দিনে সবকিছু স্বাভাবিক থাকলেও সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রে যাওয়া যাবে না। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানও পরিহার করতে হবে।

এর আগে মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। সেখানে জানানো হয়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত শিথিল থাকবে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে। তখন অন্যান্য বিষয়ের পাশাপাশি সব শিল্পকারখানাও বন্ধ থাকবে।

 

Advertisement
Share.

Leave A Reply