fbpx

শিবচরে দুর্ঘটনা: নিহত ১৯ জনের মধ্যে ৯ জনই গোপালগঞ্জের বাসিন্দা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাদারীপুরের শিবচরে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে ৯ জনের বাড়িই গোপালগঞ্জ জেলায়। এছাড়া খুলনার চারজন আছেন। বাকি ৬ জনের বাড়ি বিভিন্ন জেলায়।

রোববার সকাল পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। বাসটি খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল।

জানা গেছে, অল্প কিছু যাত্রী নিয়ে বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। অধিকাংশ যাত্রীই গোপালগঞ্জ থেকে উঠেছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৭ জনের মরদেহ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। তাদের মধ্যে ১৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দারা হলেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও সদর উপজেলার অনাদী রঞ্জন মজুমদার (৫৩), সদরের পাঁচুড়িয়া এলাকার সুরভী আলম সুইটি (২২), ব্যাংকপাড়ার আফসানা মিমি (২০), সদর উপজেলার ছুটফা গ্রামের সবজি শেখ, একই উপজেলার পাচুরীয়া গ্রামের সুইটি আক্তার (২২), বনগ্রামের মোস্তাক শেখ (৪০), গোপিনাথপুর গ্রামের হেদায়েত মিয়া বাহার (৪২), টুঙ্গিপাড়া উপজেলার মো. কবির শেখ, মুকসুদপুর উপজেলার মাসুদ খান (৩০)। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

খুলনা জেলার নিহতরা হলেন- সোনাডাঙার শেখ আব্দুল্লাহ আল মামুন (৪২), চিন্ময় প্রসন্ন মণ্ডল, মহা‌দেব কুমার সাধু, টু‌টপাড়ার আশরাফুল আলম লিংকন।

এছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিতোডাঙ্গা গ্রামের মো: ইসমাইল (৩৮), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা গ্রামের ফরহাদ সিকদার (৩০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রা‌মের রা‌শেদ সরদার, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার কসবা উপ‌জেলার অনন্তপুর গ্রা‌মের জা‌হিদ এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন।

পরিচয় নিশ্চিত হওয়াদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান রাজিবুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিবচরে দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ইমাদ পরিবহনের বাসটির সুপারভাইজার মিনহাজুর রহমান বিশ্বাস (২৫)।

গোপালগঞ্জের মানিকদাহ গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের ছেলে মিনহাজুরের লাশ শনাক্ত করেছেন তার চাচাতো ভাই সাব্বির বিশ্বাস। অন্যজন ৬০-৬৫ বছর বয়সের পুরুষ, তার নাম জানা যায়নি বলে জানিয়েছেন পরিদর্শক বাচ্চু মিয়া।

Advertisement
Share.

Leave A Reply