fbpx

শিল্পীদের হাতে কাজ নেই তাই নির্বাচনের পেছনো ছুটছে: মাহফুজ আহমেদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমানে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি তো বটেই নাটকের ইন্ডাস্ট্রিরও বেহাল দশা। সাধারণ দর্শকও তো বটেই, মিডিয়ার অনেকেই এই কথার সাথে একমত। তার উপর এখন শিল্পীদের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ ইন্ডাস্ট্রির উপর বিরূপ প্রভাব ফেলছে বলেই মত অনেকের।

বিশেষকরে কিছু শিল্পী সংগঠনের নির্বাচনকে ঘিরে বর্তমানে যে অপ্রতিকর ঘটনা ঘটছে, তা নিয়ে অনেকেই হতাশ। শিল্পীদের কাজ অভিনয়, তারা কেন নির্বাচন নিয়ে এত মাথা ঘামাবেন?

অভিনেতা মাহফুজ আহমেদ যেমন মনে করেন, শিল্পীদের হাতে কাজ নেই, আর সেকারণেই তারা নির্বাচনের পেছনে ছুটছেন।

মাহফুজ আহমেদ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। কিছু মানুষ এখান থেকে এখন লাভবান হচ্ছেন। অন্যদের কথা ভাবার সময় নেই তাদের। যেকোনো মুহূর্তে ইন্ডাস্ট্রি ধসে পড়বে। শুধু সময়ের অপেক্ষা।’

কাজের মান নিয়েও এই অভিনেতা প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘কাজ নেই হাতে, অভিনেতারা কী করবেন? যারা ভালো কাজ করতে চান, তারা তা পাচ্ছেন না। যার কারণে কাজ থেকে নিজেদের দূরে রেখেছেন। আর যারা কাজ করতে মারিয়া, তারা হাতে যা পাচ্ছেন সেই কাজই করছেন।’

মাহফুজ রহমান কেন কাজ থেকে দূরে? এমন প্রশ্নের উত্তরে এই অভিনেতা বলেন ‘আমি কাজ থেকে দূরে নই। বর্তমানে কী ধরণের কাজ হচ্ছে আমি সব দেখছি। খুব তারাতাড়িই ফিরবো। সেভাবেই এগোচ্ছি আমি।’

উল্লেখ্য, এক সময়ের তুমুল জনপ্রিয় ও মেধাবী এই অভিনেতা সর্বশেষ কাজ করেছেন ২০১৮ সালে ‘সাড়ে তিনখানা চিঠি’ নামে একটি এক ঘণ্টার নাটকে।

Advertisement
Share.

Leave A Reply