fbpx

শুরু হয়েছে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে ঢাকা ও জয়দেবপুরের ৬টি জায়গায় আগামী ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

যে ছয়টি জায়গায় টিকিট বিক্রি হচ্ছে সেগুলো হলো- কমলাপুর, কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম, বিমানবন্দর রেলস্টেশন, তেজগাঁও রেলস্টেশন, ক্যান্টনমেন্ট, ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।

শুক্রবার সকাল ৮টা থেকে রেল সেবা মোবাইল অ্যাপ ও ইন্টারনেটে ই-টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমেও টিকিট বিক্রি শুরু হয়। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত রেলস্টেশনে টিকিট বিক্রি চলবে। আগামী ৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ের টিকিট যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ জুলাই পাওয়া যাবে।

৭ জুলাই থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮, ৯, ১০ ও ১১ জুলাই।

একজন যাত্রী সর্বোচ্চ চারটির বেশি টিকিট কাটতে পারবেন না।

Advertisement
Share.

Leave A Reply