fbpx

‘শেখ রাসেল দিবস’ ১৮ অক্টোবর; মন্ত্রিসভায় অনুমোদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালন করা হবে ‘শেখ রাসেল দিবস’। দিবসটি ‘ক’ শ্রেণী ভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা তুলে ধরলে তা অনুমোদিত হয়। আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গতবছরের ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস-২০২০’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলও নিহত হন।

Advertisement
Share.

Leave A Reply