fbpx

শেষ ম্যাচেও হতাশ করলো ব্যাটসম্যানরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের সাথে দলে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ১২২ রান।

সোমবার বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন দুই ব্যাটসম্যান মেহাম্মদ নাইম শেখ এবং শেখ মাহেদি। নাইম দুই ম্যাচে রান পেলেও সৌম্য ছিলেন প্রথম চার ম্যাচেই নিষ্প্রভ। প্রথম চার টি-টোয়েন্টিতে সৌম্যের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। এজন্যই হয়তো আজ তাকে ওপেনিংয়ে না পাঠিয়ে নাইমের সাথে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে মাহেদিকে। দুইজনই দিয়েছেন ম্যানেজম্যান্টের আস্থার প্রতিদান; দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। প্রথম তিন ওভার শেষে টাইগারদের সংগ্রহটাও তাই বিনা উইকেট হারিয়ে ৩৩।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই মাহেদিকে ড্রেসিং রুমে ফিরিয়েছেন অ্যাস্টন টার্নার। টার্নারের বলটাকে লেগ সাইডে মারতে গিয়ে মাহেদির ব্যাটটা ছুটে যায় হাত থেকে। আর, তাতেই ঘটে বিপত্তি। ক্যাচ উঠে মিড উইকেটে দাড়ানো অ্যাস্টন আগারের হাতে। প্রথম ৬ ওভারে ঐ একটাই উইকেট হারায় টাইগাররা, সংগ্রহ ৪৬ রান।

মাহেদি ড্রেসিং রুমে ফিরবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। ড্যান ক্রিশ্চিয়ানের অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন নাইম, সাকিব জাম্পার বলে হয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো এলবিডব্লিউয়ের শিকার। ১০ ওভার শেষে টাইগারদের দলীয় সংগ্রহটা ৬০ হলেও, উইকেট হারিয়েছে ৩টি।

১২তম ওভারের ৪ নাম্বার বলটাতে রিয়াদ যখন ছক্কা হাঁকালেন, ততোক্ষণে শেষ বাউন্ডারি হয়ে পেরিয়ে গেছে ৫১টি বল। কিন্তু দারুণ শুরু করলেও রিয়াদও পারেননি পিচে থিতু হতে। ১৪ বলে ১৯ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে। ১৫তম ওভারে ব্যক্তিগত ১৬ রান করে ক্রিশ্চিয়ানের বলে আউট হয়ে ফিরেছেন সৌম্যও। এই সিরিজে এটাই সৌম্যর সর্বোচ্চ রান। পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত খেলতে থাকা আফিফ প্রথম বলেই একস্ট্রা কাভারের উপর দিয়ে হাঁকিয়েছেন ছক্কা। এরপর আর কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অজি বোলারদের বিপরীতে। শেষ ৫ ওভারে টাইগাররা তুলতে পেরেছে মাত্র ১৯ রান।  ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহটাও তাই ১২২ । টাইগারদের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে নাইমের ব্যাট থেকে।  অজিদের হয়ে ড্যান ক্রিশ্টিয়ান ও এলিস নিয়েছেন ২টি করে উইকেট।

Advertisement
Share.

Leave A Reply