fbpx

শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে গেলেন পুত্রবধূ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের আসামে করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে গেছেন এক নারী। রাজ্যের নওগাঁ জেলার বাসিন্দা ওই নারীর নাম নীহারিকা দাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্বশুরকে পিঠে নেয়া নীহারিকার একটি ছবি এখন ভাইরাল। শ্বশুরের ওপর এমন ভালবাসায় পুত্রবধূর প্রসংশায় ভাসছে নেট দুনিয়া। অনেকেই আবার সরকারের অব‌্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, নীহারিকার স্বামী সূরজ অন্য রাজ্যে চাকরি করেন। ৭৫ বছর বয়সী শ্বশুর থুলেশ্বরকে দেখাশোনা ও সংসারের সব কাজের দায়িত্ব সবই নীহারিকার।

শ্বশুরের জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে নীহারিকা তাকে পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যেতে চান। তবে তাকে সাহায্যে এগিয়ে আসেননি কেউ। তাই শ্বশুরকে পিঠে নিয়েই স্বাস্থ্যকেন্দ্রে রওনা দেন এই নারী।

হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করা হলে শ্বশুরের করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা ধরা পরে নীহারিকার শরীরেও। তবে হাসপাতালে থেকেও শ্বশুরের যত্ন নিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply