fbpx

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো ২-৩ দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আরো দুই-তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৬ জানুয়ারি) শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর, চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের অনেক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এবং তা অব্যাহত থাকবে। এছাড়া অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় প্রবেশ করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই থেকে তিন দিন দেশে তাপমাত্রা প্রায় এখনকার মতোই থাকবে। এরপর তা বাড়তে পারে।

Advertisement
Share.

Leave A Reply