fbpx

শ্যামবাজারে ৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শ্যামবাজারের উল্টিনগঞ্জে ৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত পুরান ঢাকার শ্যামবাজারের উল্টিনগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ টি এক তলা পাকা বিল্ডিং, ২ টি দোতলা পাকা বিল্ডিং, ১৭ টি আধাপাকা ঘর, ৩ টি একতলা টিনশেড ঘর, ৮ টি আধাপাকা ঘর, ৪ টি গোডাউন ও ২৫ টি টংঘর ছিলো বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, দখল রোধে শ্যামবাজারের উল্টিনগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ৬২টি অবৈধ স্থাপনা ভাঙার পাশাপাশি দুই একর নদীর তীর ভূমি উদ্ধার করা হয়।

Advertisement
Share.

Leave A Reply