fbpx

শ্রমিকদের জিন্দা লাশের প্রতিকী মিছিলে পুলিশের বাধা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৪ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাজরীন গার্মেন্টসের আহত শ্রমিকরা ‌জিন্দা লাশের প্রতিকী মিছিল বের করেছিল। কিন্তু মিছিলটি গণভবনের দিকে যাত্রা শুরু করলে সামনে থেকে বেরিকেট দিয়ে আটকে দেয় পুলিশ। পরে তারা রাস্তায় শুয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মিছিলে শ্রমিকরা বাস্তবসম্মত ক্ষতিপূরণ প্রদানসহ তিন দফা দাবি জানায়

২০১২ সালের আজকের এইদিনে সাভারের আশুলিয়ার ইয়ারপুরের নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন অন্তত ১১৩ জন গার্মেন্ট  শ্রমিক। আহত হন আরও অনেকে। সেদিনের আগুনের লেলিহান শিখা আর সেই যন্ত্রণা আজও ভুলতে পারেনি ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবার।

সকালে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম ইন্সটিটিউট, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ শ্রম ইন্সটিটিউট, গার্মেন্টস ওয়ার্কার্স টেইলার্স লীগসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নীরবতা পালন করা হয়।

 

Advertisement
Share.

Leave A Reply