fbpx

শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন: বরখাস্ত আজিমপুর গার্লসের অধ্যক্ষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস সংক্রমণ শুরুর দেড় বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। আর বিদ্যালয় খোলার প্রথম দিনেই সাময়িক বরখাস্ত হলেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। অপরাধ, শ্রেণিকক্ষে ময়লা।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্কুলের পাঠদান কার্যক্রম দেখতে ওই স্কুলে যান শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুল পরিদর্শনের সময় একটি শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন দেখতে পান। তখনই আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা এক রকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি। এ বিষয়ে নজরদারির জন্য প্রত্যেক জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘একটি কক্ষ অপরিষ্কার পেয়েছি। উনাকে আমরা প্রথমে শোকজ করব, কিছু করতে হলে তো আগে শোকজ করতে হয়।‘

সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ হাসিবুর রহমান জানান, ‘মন্ত্রী মহোদয় যখন পরিদর্শনে আসেন, তখন তিনি আমদের কলেজের একটি স্টোর রুমে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন। আমি তখন বলতে পারিনি যে এটা স্টোর রুম। আমার চাকরির আর মাত্র পনের দিনের মত আছে। এখন আমার কী করেন, তারাই বলতে পারবেন। ডিজি মহোদয় বলেছেন, প্রথমে শোকজ করবেন।‘

এদিকে পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী যথাযথ স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিতে নির্দেশ দেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বেশকিছু নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে নিয়মিত তাপমাত্রা মাপা, ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সব প্রবেশমুখ ব্যবহার করা, একটি প্রবেশমুখ থাকলে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করা, প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা, প্রতিষ্ঠানের সব কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ, আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ওয়াশরুম নিয়মিত পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করার নির্দেশনাও রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়।

Advertisement
Share.

Leave A Reply