fbpx

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখা হবে বলে শুক্রবার মাউশির পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। তখন মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হতো। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়।

গত বছরের ন্যায় চলতি শিক্ষাবর্ষ এ কার্যক্রম শুরু করা হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো বলে জানিয়েছে মাউশি।

Advertisement
Share.

Leave A Reply