fbpx

সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এসএসসি পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস মহামারীর কারণে ১০ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। সেই অনুসারে এসএসসি পরীক্ষা আগামী জুনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সর্বশেষ নবম-দশম শ্রেণির সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে সংক্ষিপ্ত একটি সিলেবাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি।

২১ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ মাহফুজ আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজ আলী জানিয়েছেন, ‘আমাদের কাছে মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা চাওয়া হয়েছিল। আমরা সেই আলোকে সিলেবাসে প্রত্যেকটা চাপ্টার বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত করে একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি। সেই আলোকে এ বছরের এসএসসি পরীক্ষার আয়োজন হতে পারে।‘

উল্লেখ্য, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কয়েকদফা বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় জানুয়ারি ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement
Share.

Leave A Reply