fbpx

সংখ্যালঘুদের ওপর হামলার স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি, পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ তুলে দেশের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক টুইটে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এই আহ্বান জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই হামলার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম প্রতিক্রিয়া জানালেন।

মিয়া সেপ্পো লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই’।

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি’।

Advertisement
Share.

Leave A Reply